প্রতিদিনই নিয়ম করে হাটতলায় বসতো প্রবীণদের আড্ডা, সেখানেই ঘটলো হাড়হিম করা ঘটনা! আচমকাই আড্ডায় মগ্ন একের পর এক বৃদ্ধ-কে ধাক্কা বেসামাল গাড়ির। মৃত্যু হল ২ বৃদ্ধের। আহত বেশ কয়েকজন। পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বিজুর গ্রামের ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বিকেল বেলায় গ্রামের হাটতলায় বেশ কিছু প্রবীণ মানুষ আড্ডা দিচ্ছিলেন। সেই সময় একটি বেসামাল গাড়ি সেখানে এসে আচমকাই তাঁদের ধাক্কা মারলে আহত হন বেশ কয়েকজন। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত নীলমণি দে (৭২), নিমাই পাল( ৮২)-এর বাড়ি মেমারি ২ এর বিজুর গ্রামেই। ঘাতক গাড়ির চালক তপন ঘোষকে পুলিশ আটক করেছে।
Like Us On Facebook