বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত তিন যুবক। ঘটনায় গুরুতর আহত আরও দুই যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরুলিয়া রোডে। মৃত ও আহত যুবকরা আসানসোলের তাঁতি পাড়া এবং খটিক পাড়ার বাসিন্দা। মৃত তিন যুবকের নাম চিরঞ্জিৎ কুণ্ডু, সুজিত মন্ডল, তপন ভট্টাচার্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার আসানসোল দক্ষিণ থানার রামতলা তাঁতি পাড়া এবং খটিক পাড়ার পাঁচ যুবক একটি চার চাকা গাড়ি নিয়ে পুরুলিয়াতে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে পুরুলিয়া রোডে তাঁদের গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তরতাজা তিন যুবক চিরঞ্জিৎ কুণ্ডু, সুজিত মন্ডল ও তপন ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।