বেপরোয়া ভাবে চলা চার চাকা গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কায় নয়ানজুলিতে ছিটকে পড়ল চালক সহ চার চাকা গাড়িটি। একই ঘটনায় দুই বাইক আরোহীও মারাত্মকভাবে আহত হয়। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডে মিরেপোতা সংলগ্ন এলাকায়।
চার চাকা গাড়ির চালক বিজয় দলুই ও দুই বাইক আরোহী সেখ ফজলে ও সেখ আসলামকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত্রি ৯ টা নাগাদ বাইক আরোহী সেখ আসলাম মারা যান। এই ঘটনার পরের ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে এসডিপিও শৌভনিক মুখার্জীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Like Us On Facebook