পুলিশি অভিযানে গাঁজা সহ গ্রেফতার হল দুই ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে বাইশ কেজি গাঁজা। আজ, শুক্রবার সকালে তাঁদের হাজির করা হয় আসানসোল আদালতে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের যোগীবাবা স্থান এলাকায় অভিযানে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম জয়প্রকাশ সাউ ও উজ্জ্বল গড়াই। উজ্জ্বল গড়ায়ের বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার ছিনপাই এলাকায়। জয় প্রকাশ সাউ অন্ডালের উত্তর বাজারের বাসিন্দা। সূত্র মারফত জানা গেছে, উজ্জ্বল গড়াই এসেছিলেন জয়প্রকাশ সাউএর কাছে গাঁজা কেনার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল পুলিশ। গাঁজা হাত বদল হওয়ার সময় পুলিশ অভিযুক্ত দু’জনকে ধরে ফেলে।
Like Us On Facebook