বর্ধমানের ঐতিহ্য বাঁকা নদীতে নোংরা না ফেলার আবেদন নিয়ে এগিয়ে এলেন বর্ধমান শহরের একদল যুবক। পারবীরহাটা উৎসব ময়দান সংলগ্ন এলাকার যুবকরা বাঁকা নদীর তীরবর্তী বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বাঁকায় আবর্জনা না ফেলার জন্য আবেদন রাখছেন। নোংরা ফেলার জন্য পুরসভার ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও ব্যানার ও ফেস্টুন বানিয়ে রাস্তায় লাগিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন ওই যুবকরা। লক্ষ্য একটাই স্বচ্ছ ও নির্মল বাঁকা।
বলা যেতে পারে, দীর্ঘদিন বাঁকার কোনো সংস্কার হয়নি। ফলে ময়লা ও জঞ্জালে জল প্রবাহিত বন্ধ হয়ে যাচ্ছে বাঁকায়। তাই অগভীর বাঁকার সংস্কার শুরু করেছে বিডিএ। এই কাজে প্রায় ১৪ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানা গেছে। প্রথমে সংস্কার করা হবে কালীবাজার থেকে সর্ব্বমঙ্গলা মন্দির পর্যন্ত। এর পর দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেওয়া হবে। এই কাজের পাশাপাশি বাঁকা নদীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এলাকার মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রচার শুরু করল স্থানীয় যুবকরা। তাঁরা বাড়িতে বাড়িতে প্রচার শুরু করায় খুশি শহরবাসী। নিজের বিধানসভা এলাকার তরুণদের এই সচেতনতামূলক উদ্যোগে আপ্লুত বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি বললেন, ‘এটা খুব ভাল উদ্যোগ। তরুণরা এগিয়ে আসছেন সামাজিক কাজে শহরটাকে নির্মল রাখার জন্য। এজন্য আমি তাঁদের স্বাগত জানাই।’