দু’নম্বর জাতীয় সড়কে অন্ডালের কাজোড়া ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝায় বাস। শুক্রবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাস যাত্রীরা জানান, তাঁরা কলকাতার ব্যারাকপুর থেকে বিহারের গয়ার দিকে যাচ্ছিলেন বিয়ে বাড়ির জন্য।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি কাজোড়া ব্রিজের কাছে আসতেই বাসের সামনে হঠাৎ করে একটা ভ্যান চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে বিহারগামী বাসটি সজোরে ব্রেক কষলে ডিভাইডার ভেঙে উল্টো দিকের লেনে চলে যায় বাসটি এবং সেই লেনে আসা একটা লরির মুখোমুখি চলে আসে যাত্রী বোঝায় বাসটি। বাসটিকে বাঁচাতে লরিটি ব্রেক কোষলে লরিটি উল্টে যায়। লরির চালক গুরুতর ভাবে আহত হন। অন্যদিকে বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। বাস যাত্রীদের মধ্যে প্রায় ২০ জনের ছোটখাট আঘাত লাগে এবং জনা চারেক গুরুতর ভাবে আহত হন। তাঁদের সকলকেই অন্ডাল থানার পুলিশের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ দু’নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।