গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষে জখম ২। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বর্ধমান-কাটোয়া রোডে বর্ধমানের বাজেপ্রতাপপুর সাবজোলাপুল এলাকায়। ঘটনার জেরে ট্যাঙ্কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে কাটোয়ামুখী একটি গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে কাটোয়া থেকে বর্ধমানমুখী একটি ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায়। ঘটনার জেরে গুরুতরভাবে জখম হন গ্যাস ট্যাঙ্কারটির চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে ট্যুরিস্ট বাসটিতে কোন যাত্রী ছিল না বলে জানা গেছে।ঘটনার পর থেকেই বাসটির চালক ও খালাসি পলাতক। ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বর্ধমান-কাটোয়া রোডে।
Like Us On Facebook