বাঁশকোপা টোল প্লাজার টোল নিয়ে অসন্তুষ্ট বাস মালিক সংগঠনগুলি যাত্রী পরিষেবা চালু রেখে টোল না দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ নভেম্বর প্রতিবাদ জানাবে বলে জানা গেছে। বাস মালিক সংগঠন সুত্র থেকে জানা গেছে, আসানসোল থেকে বর্ধমান গামী ও বর্ধমান থেকে আসানসোল গামী সমস্ত বাস ১ নভেম্বর বাঁশকোপা টোল প্লাজা পর্যন্ত যাতায়াত করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোন বাস টোল দিয়ে টোল প্লাজা পারাপার থেকে বিরত থাকবে বলে সুত্রের খবর। যাত্রী সাধারণ পায়ে হেঁটে টোল পার হয়ে বাঁশকোপা থেকে ফের বর্ধমান অথবা আসানসোল গামী বাসে চড়বেন। রাতারাতি সিদ্ধান্ত বদল না হলে ১ নভেম্বর বাস মালিক সংগঠন গুলির এই প্রতিবাদের সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে বাস মালিক সংগঠন সূত্রে জানা গেছে। এদিকে ঘটনাচক্রে ২নং জাতীয় সড়ক কর্তৃপক্ষও বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসতে ১ নভেম্বর বাঁশকোপা টোল প্লাজায় এক বৈঠক ডেকেছেন। কি রফা সুত্র বের হয় সে দিকে তাকিয়ে দুই বর্ধমান জেলার যাত্রীরা।