রাস্তা বেহাল। বিভিন্ন যায়গায় রাস্তার মোরাম উঠে গর্ত হয়ে গেছে। বাস চলাচলের অসুবিধা হচ্ছে, ঝুঁকি নিয়ে বাস চালাতে হচ্ছে বাস চালকদের। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ করলেন বাস মালিকরা। আদ্রাহাটি মোড় থেকে ঢোলা পর্যন্ত দীর্ঘ ৮ কিমি রাস্তা বেহাল হয়ে পড়ায় বর্ধমান-শিড়রাই রুটের বাস বন্ধ করলেন মালিকরা।
স্থানীয় মানুষ ও বাস চালকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই রাস্তা বেহাল, বাস চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’ বাস মালিকরা বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় ভেঙে যাচ্ছে বাসের যন্ত্রপাতি। তাই রাস্তা সারায়ের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ রেখেছি।’ এদিকে, গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করে বাস চলাচল শুরু করানো হোক। রাস্তা খারাপ হয়ে পড়ার জন্য গ্রামে টোটো ঢুকতে চায় না। গ্রাম থেকে রোগী নিয়ে যেতে হলে সমস্যায় পড়তে হবে। যদিও জেলাপরিষদের কর্মাধক্ষ্য উত্তম সেনগুপ্ত জানিয়েছেন, পুজোর ছুটির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা যায় নি। কয়েকদিনের মধ্যেই টেন্ডার করে রাস্তার কাজ শুরু হবে এবং রাস্তাটি পাকা হবে। আগামিকালই জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা সরেজমিনে দেখে এসে স্থানীয় পর্যায়ের মেরামতির কাজ করে দেবে।