জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির নিঘা মোড় এলাকায় ২ নং জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাস উল্টে গেলে ১৪ জন বাসযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরাকর-তালডাংরা রুটের একটি যাত্রী বোঝাই বাস তালডাংরা যাচ্ছিল। আসানসোলের নিঘা মোড়ের কাছে হঠাৎ একটি চার চাকা গাড়ি বাসের সামনে চলে আসে। বাসচালক চার চাকা গাড়িটিকে বাঁচাতে হঠাৎ ব্রেক কষায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার টপকে আছড়ে পড়লে বাসে থাকা প্রায় ১৪ জন যাত্রী আহত হন। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৭ জন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর জাতীয় সড়কের একদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ জাতীয় সড়কের সার্ভিস রোড ব্যবহার করে যানবাহন পারাপার করতে থাকে। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে পুলিশ জাতীয় সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ চারচাক গাড়ির চালককে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য আটক করেছে।

Like Us On Facebook