আউশগ্রামের বাবুরবাঁধ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে গেল ধান জমিতে। ঘটনায় আহত ১৫ জন যাত্রী। তাঁদের আউশগ্রামের বন নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গলসির পারাজ থেকে কালিদহ হয়ে বাসটি বোলপুর যাচ্ছিল। সেই সময় আউশগ্রামের বাবুরবাঁধ এলাকায় হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে উল্টে যায়। প্রাথমিকভাবে বাসের জানালার কাঁচ ভেঙে স্থানীয়রাই আহত বাসযাত্রীদের উদ্ধার কার্যে হাত লাগান। পরে পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনাটি কি কারণে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook