যানজট মোকাবিলায় করা আবেদনের পরিপেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচল বন্ধ করা হল। নির্দেশ কার্যকর করতে জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া শহরবাসী সহ যাত্রী ও বাসকর্মীদের।
গত বছরের সেপ্টেম্বর মাসে বর্ধমান শহরের মূল অংশের ভিতর টাউন সার্ভিস আর স্কুল বাসই শুধু চলবে বলে হাই কোর্টের বিচারপতি (সিঙ্গল বেঞ্চ) নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে বড়শুল, মেমারি, খণ্ডঘোষের বাস মালিকদের একাংশ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। গত সপ্তাহে রাজশেখর মান্থা ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগের রায়কেই বহাল রাখেন। এই নির্দেশের ফলে, বর্ধমান শহরের ভিতর দিয়ে যাওয়া আরামবাগ, বাঁকুড়া, মেমারি, বড়শুল, খণ্ডঘোষ, রায়নার বিভিন্ন ছোট ও বড় রুটের বাস আর ঢুকবে না। সেই রায় কার্যকর করতে মঙ্গলবারই পরিবহণ দফতর ও পুলিশ যৌথভাবে উল্লাসের আলিশা বাসস্ট্যান্ডে অভিযান চালায়।