২ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও ট্রেলারের সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জন। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার সাতগ্রাম মোড়ে। পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে পাঠায়। বাস ও ট্রেলারটিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল। ২ নম্বর জাতীয় সড়কের উল্টো দিকের লেন ধরে একটি ট্রেলার দুর্গাপুরের দিক থেকে আসছিল। জামুড়িয়ার সাতগ্রাম মোড়ের কাছে ট্রেলারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে বাসটির সমানে চলে আসে। হঠাৎ ট্রেলারটি সামনে চলে আসায় দ্রুতগতির বাসটি ট্রেলারটিকে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে টহলরত শ্রীপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনার পর কিছুক্ষণ জাতীয় সড়কের কলকাতামুখী লেন অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ বাস ও ট্রেলারটিকে সরিয়ে নিলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ বাস ও ট্রেলারটিকে আটক করেছে। চালক ও খালাসিরা পলাতক।