শনিবার ফের পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীরা পানাগড়ে। পানাগড়-মোড় গ্রাম রাজ্য সড়কে একটি বোলপুর গামী যাত্রী বোঝাই বেসরকারি বাস একটি লরিকে ওভারটেক করছিল। এমন সময় একটি দ্রুত গামি স্করপিও সামনে এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে। বাসে ৫০ জনের মত যাত্রী ছিল। কমবেশী প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। তার মধ্যে মাথা ফেটেছে বেশীর ভাগ যাত্রীর বলে জানা গেছে। আহতদের কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ প্রশাসন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে লাগাতার প্রচার করলেও পথ দুর্ঘটনার বিরাম নেই।
Like Us On Facebook