বর্ধমানে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে তিনজনের। বর্ধমান কাটোয়া রোডের মঙ্গলকোটের সাঁওতা মোড়ে বেসরকারি যাত্রীবোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ টাটা ইন্ডিকার। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান জমিতে নেমে যায়। মৃত তিনজনই চারচাকা গাড়ির আরোহী। উভয় গাড়ির আহত সাতজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাসটি কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছিল। অন্যদিকে ইন্ডিকাটি আসানসোল থেকে কাটোয়া যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বেলা ১২টা নাগাদ ইন্ডিকা গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যান। জখম গুরুতর হওয়ায় আহতদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই দুর্ঘটনায় মারা যান আসানসোলের ডিপোপাড়া এলাকার বাসিন্দা স্বপন সমাদ্দার (৬৪), হিলভিউ পার্ক এলাকার বাসিন্দা দিলীপ সিনহা (৬৪), হিলভিউ নার্সিং হোমের মালকিন গার্গী সিনহা (৫৫)।
Like Us On Facebook