আসানসোলের চিত্তরঞ্জনে যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ ও আহত কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জন রেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে বাসটি বৃহস্পতিবার সকালে চিত্তরঞ্জন থেকে আসানসোলের দিকে আসছিল। চিত্তরঞ্জনে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে চিত্তরঞ্জন থানার পুলিশ ও রেলের আরপিএফ বাহিনী পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।