.

প্রশাসনের নিষেধাজ্ঞাই সার। পরিবেশ দূষণের তোয়াক্কা না করেই পানাগড় বাজার সংলগ্ন পানাগড় বাইপাশের ধরেই বেআইনি ভাবে নাড়া পোড়ানো হচ্ছে ধানের মাঠে। তবে এদিন মাঠে কাউকে দেখা পাওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই মাঠের পর মাঠ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। গত কয়েকদিন আগেই মাঠের সমস্ত ফসল উঠিয়ে নিয়ে যান কৃষকরা। মাঠে পড়ে থাকে ধানের অবশিষ্ট অংশ আর সেই অবশিষ্ট অংশেই আগুন ধরিয়ে চলে যান কৃষকরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের পর মাঠ আগুন জ্বলায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যানার পোস্টার দিয়ে সচেতনতার প্রচার চালানো হলেও সে সবের তোয়াক্কা না করে কৃষকরা নাড়া পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

Like Us On Facebook