আসানসোল ও দুর্গাপরের পর এবার গুটখা এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে সতর্ক বর্ধমান পৌরসভা। সোমবার বিকেলে পৌরপতি স্বরূপ দত্ত ও এমসিআইসি খোকন দাস বর্ধমান শহরের বেশকিছু দোকানে অভিযান চালান। কিছু গুটখা এবং পলিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও প্রতিটি দোকানদারদের সতর্ক করা হয়। এদিনের অভিযান নিয়ে পৌরপতি ডঃ স্বরূপ দত্ত জানান, আজ মৌখিকভাবে সর্তক করে দেওয়া হয়েছে। পরবর্তীতেও গুটখা এবং পলিথিন ক্যারি ব্যাগ নিয়ে অভিযান চলবে। নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি নেওয়া হবে আইনানুগ ব্যবস্থাও। এই ধরনের পৌর উদ্যোগে খুশি বর্ধমানবাসী।
Like Us On Facebook