২ জানুয়ারি মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন মাটি উৎসবের উদ্বোধন করতে। তার আগেই কালনা রোডের মাটি তীর্থ গ্রাউন্ডের উল্টোদিকের ডাম্পিং গ্রাউন্ডকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান পুরসভা। ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন হাইড্রেনের কাজ শেষ হয়েছে।
দেখা গেছে পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ডের নোংরা আবর্জনা ভ্যাট উপচে প্রায়ই চলে আসত বর্ধমান-কালনা রোডে ফলে দুর্ঘটনাও ঘটেছে। অনেক সময় পুরকর্মীরা রাস্তার পাশেই আবর্জনা ফেলে চলে যেত। ফলে দুর্গন্ধে ওই রাস্তা দিয়ে চলাফেরা করায় সমস্যায় পড়তেন স্থানীয়রা। স্থানীয় মানুষজন এ বিষয়ে পুরসভা ও জেলা পরিষদকে জানানোর পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিও নিয়েছেলেন। সমস্যার কথা জানতে পেরে সভাধিপতি দেবু টুডু এই সমস্যার সমাধান করতে চিঠি দিয়েছিলেন বর্ধমান পুরসভাকে। এর পরই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে স্থানীয় মানুষজনের সমস্যার সমাধান করতে উদ্যোগ নেয় বর্ধমান পুরসভা। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন হাইড্রেনের কাজ শেষ হয়েছে। ডাম্পিং গ্রাউন্ডকে ঘিরে ফেলার কাজও মুখ্যমন্ত্রীর সফরের আগেই শেষ করার জন্য কাজ চলছে জোর কদমে।