দুর্গাপুরের ২৩ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্য ও স্থানীয় সিপিআইএম নেতা রাকেশ শর্ম্মার বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এমএএমসি আবাসন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্যের অভিযোগ, ২৩ নং ওয়ার্ড সিপিএমের শক্ত ঘাঁটি। ২০১২-র পৌরনির্বাচনেও সিপিএমের দখলে ছিল এই ওয়ার্ডটি। শাসকদল তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের মদতে ২৩ নং ওয়ার্ডে ভোট লুঠের জন্য এখন থেকেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। ভয়ের বাতাবরণ সৃষ্টি করে ভোটারদের বুথে যাওয়া বানচাল করতে বহিরাগত দুষ্কৃতীরা এখন থেকেই ২৩ নং ওয়ার্ডে ঘাঁটি গেড়েছে, প্রত্যকদিন বাড়ির সামনে মদ্যপান করছে। ধনঞ্জয় বাবু বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি ভয়কে জয় করে পৌরসভায় পৌঁছতে বদ্ধপরিকর। তাই আমার ও আমার সহকর্মীর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুঁড়েছে। ঘটনার পর পুলিশ এলাকায় পৌঁছলে এলাকার বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ২৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাঁই বলেন, সকলের নজর কাড়তে এটা সিপিআইএমের কুৎসা রটানোর একটা সাজানো ঘটনা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ২৩ নং ওয়ার্ডের প্রার্থী দেবব্রত সাঁই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১২ পৌরনির্বাচনে তৃণমূলের টিকিটে পরাজিত হওয়ার পর ২০১৭-র পৌরনির্বাচনে ২৩ নং ওয়ার্ডে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবব্রত সাঁই। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Like Us On Facebook