বাম আমলে মঙ্গলকোটের বেতাজ বাদশা ডাবলু আনসারি সিপিএম ছেড়ে দীর্ঘদিন বসে থাকার পর বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিতেই শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করল ডাবলু আনসারির ভাই বাবলু আনসারিকে। তাঁর বিরুদ্ধে বেআইনী আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গুসকরায় আত্মীয়ের বাড়ি থেকে বাবলু আনসারিকে গ্রেফতার করে গুসকরা থানার পুলিশ। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি। শনিবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিন বাবলু আনসারি জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর দাদা ডাবলু আনসারি বিজেপিতে যোগ দিয়েছেন তাই প্রতিহিংসাবশত তাঁকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বাড়ি থেকে কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এমনকি তাঁর নামে কোন মামলাই নেই। সম্পূর্ণ মিথ্যাভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধেই এই মিথ্যা মামলায় বাবলু আনসারিকে ফাঁসানো হয়েছে। এলাকায় হারবে বলে ধরে নিয়েই শাসকদল পুলিশকে নিয়ে এই মিথ্যা মামলা সাজিয়েছে। যদিও তৃণমূলের দাবি, এটা নিছকই পুলিশের ব্যাপার। বাবলু আনসারি এলাকায় একজন দুষ্কৃতি হিসাবেই পরিচিত। তাই তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার স্বাভাবিক ঘটনা। পুলিশ তার নিজের কাজ করেছে। এখানে দলের কোন যোগ নেই।