বিজেপির পরিবর্তন যাত্রা যে পথ দিয়ে গেছে সেই পথেই গঙ্গা জল ছিটিয়ে পাল্টা প্রত্যাবর্তন যাত্রার সূচনা করল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে বর্ধমানের আটাঘর থেকে হাটগোবিন্দপুর পর্যন্ত প্রত্যাবর্তন মিছিলের আয়োজন করে বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত, কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, পূর্ত কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল সহ ২নং ব্লকের সমস্ত নেতৃবৃন্দ। যদিও এই প্রত্যাবর্তন মিছিলে দেখা মেলেনি বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিককে।

এদিন আটাঘর থেকে রীতিমত গঙ্গা জল ছিটিয়ে এই মিছিল রওনা দেয় হাটগোবিন্দপুর বাসস্ট‌্যাণ্ডে। সেখানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, কৃষি আইন বাতিল প্রভৃতির দাবিতে এবং বিজেপির পরিবর্তন যাত্রার সভার পাল্টা হিসাবে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। এদিন বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত জানিয়েছেন, যে পথ দিয়ে বিজেপির পরিবর্তন রথ গেছে সেই পথকে এদিন তাঁরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে দিয়েছেন। কোন অপবিত্রতা আর থাকল না।

Like Us On Facebook