নিজের শ্যালকের ছুরির আঘাতে আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম জুমারুল হক সেখ(৫০)। বাড়ি নাদনঘাট থানার খরস গ্রামের দীর্ঘপাড়া এলাকায়। এদিন সকালে তাঁকে আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয়।

বর্ধমান হাসপাতাল ও আহতের পরিবার সুত্রে জানা গেছে, পেশায় মোটরভ্যান চালক জুমারুল ও তার শ্যালক জাইরুল সেখ একইসঙ্গে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর নাগাদ আচমকাই জাইরুল ছুরি দিয়ে জুমারুল সেখকে আঘাত করে বলে অভিযোগ। জুমারুলের ঘাড়ের দিকের অনেকটা অংশ কেটে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর ঘাড়ে ২৫টি সেলাই হয়। এদিন সকালে ওষুধপত্র দিয়ে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়।

Like Us On Facebook