ভর সন্ধ্যায় কেতুগ্রামে শুটআউট। অফিসে বসে থাকাকালীন ইট ভাটার মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতিদের। ব্যবসায়ীর বুকে ও মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় সিয়ান হাসপাতাল নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় ব্যবসায়ীর। মৃতের নাম সহিদুল্লা মির্জা ওরফে বটু মির্জা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রাজুর গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা নাগাদ কেতুগ্রামের রাজুর গ্রামে নিজের এমবিএফ নামক ইটভাটা অফিসে বসে ছিলেন সহিদুল্লা মির্জা। ৭ টা নাগাদ সেই অফিসেই বাইক নিয়ে আসে ২ দুষ্কৃতি। তারপর সহিদু্ল্লাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর তাঁরা চম্পট দেয় তারা। গুরুতর জখম অবস্থায় তাঁকে সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। কি উদ্দেশ্যে, কে বা কারা এই খুন করল তা খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিশ।
Like Us On Facebook