মালগাড়ির উপর উঠে ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম অর্জুন (১৩)। বর্ধমানের গুডসশেড রোড এলাকায় বাড়ি। হরিজন স্কুলে পড়ত অর্জুন।
পরিবার সূত্রে জানা গেছে, কেটে যাওয়া ঘুড়ি ধরে নিয়ে এসে ঘুড়ি ওড়াত অর্জুন। সপ্তাহ তিনেক আগে এই রকমই কেটে যাওয়া একটা ঘুড়ি ধরতে বর্ধমান স্টেশন সংলগ্ন গুডসশেডে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে পড়ে অর্জুন। ঘুড়ির নেশায় থাকা অর্জুন অসাবধানতাবশত বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। রবিবার তার মৃত্যু হয়।
Like Us On Facebook