ঝুঁকিপূর্ণ ২নং জাতীয় সড়ক পারাপার থেকে কিছুটা স্বস্তি দিতে স্থানীয় মানুষের দাবি মেনে গত তিন মাস আগে দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজার সামনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ একটি ফুট ওভারব্রিজ তৈরি করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুট ওভারব্রিজটির কাজ প্রায় শেষ হয়ে গেলেও টেকনিক্যাল কারণে সেটি এখনও পর্যন্ত উদ্ধোধন করা যায় নি।

ফলে স্থানীয় মানুষ ফুট ওভারব্রিজটি এখনও পর্যন্ত ব্যবহার করতে পারছেন না। জীবনের ঝুকি নিয়েই এখনও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় মানুষ জাতীয় সড়ক পারাপার করছেন। অথচ কেবলমাত্র জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারির অভাবে স্থানীয় বেশকিছু মানুষ বেআইনিভাবে ফুট ওভারব্রিজের উপর দিয়ে বাইক চালিয়ে বহাল তবিয়তে রাস্তা পারাপার করছে। স্থানীয় মানুষ এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতকেই দায়ী করছেন। স্থানীয় মানুষের অভিযোগ, ব্যস্ততম জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে স্থানীয় বহু মানুষের প্রাণ গেছে এখানে। স্থানীয় মানুষের আন্দোলনের ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ শেষমেশ বাঁশকোপায় টোলপ্লাজার সামনে একটি ফুট ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয়। গত প্রায় তিন মাস ধরে ফুট ওভারব্রিজটি তৈরি হয়ে পড়ে রয়েছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে ওই ফুট ওভারব্রিজ দিয়ে বেশ কিছু বাইক আরোহী বিনা বাধায় রাস্তা পারাপার করছে। স্থানীয় মানুষ এই ভাবে বাইক আরোহীদের ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার বন্ধের দাবি জানান।

Like Us On Facebook