পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশীলা এলাকায়। মৃতের নাম দীপ বসাক (১৩) ওরফে জিৎ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মহিশীলার চক্রবর্তী মোড়ের বাসিন্দা সুজীত বসাকের ১৩ বছরের ছেলে দীপ বসাক খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এলাকার মানুষজন পরিবারের লোকজনকে জানান দীপকে স্থানীয় ভাটা পুকুরে স্নান করার জন্য নামতে দেখেছেন তাঁরা। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পাশাপাশি স্থানীয়রা পুকুরে নেমে দীপের খোঁজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষজন দীপকে অচৈতন্য অবস্থায় পুকুরের জল থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook