মাজারে চাদর চড়াতে এসে নদীতে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মহম্মদ রহিম (১৬)। মৃতের বাড়ি কলকাতার তপসিয়া। আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ের ঘটনা। জানা গেছে, এদিন কলকাতার তপসিয়া থেকে একদল পুণ্যার্থী বাস রিজার্ভ করে ডিসেরগড়ে পীর বাবার মাজারে আসেন চাদর চড়াতে।

রবিবার সকালে তাঁরা ডিসেরগড় পৌঁছান। সেখানে পৌঁছলে পুণ্যার্থীদের মধ্যে কয়েকজন তরুণ দামোদর নদে স্নান করতে নামে। স্নান করতে নেমে তিনজন দামোদরে তলিয়ে যায়। স্থানীয়রা দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মহম্মদ রহিমকে উদ্ধার করে ইসিএল-এর সাঁকতোড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পীর বাবার মাজারে চাদর চড়াতে আসা পুণ্যার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook