পানাগড় রেল পার এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ির ছাদ থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। বুধবার বিজেপি কর্মী ঝন্টু গোড়াইয়ের বাড়ির ছাদ থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

ঝন্টুবাবুর অভিযোগ, তাঁকে ফাঁসানোর জন্য তৃণমূল কর্মীরা এই কাজ করেছে। যিনি বোমা রেখেছেন তাঁকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন ঝন্টুবাবু। বিজেপি নেতা রমন শর্মা বলেন, ‘এলাকায় কিছু দুষ্কৃতি সিপিএমের সময় সিপিএমের হয়ে এলাকায় দুষ্কর্ম করেছে। তারাই তৃণমূল কংগ্রেসের হয়েও কাজ করেছে। এখন বিজেপি কর্মীর ছাদে বোমা রেখে ভয় দেখাচ্ছে আমাদের।’ রমন শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশকে সব বলেছি। পুলিশ তদন্তে নেমেছে। যদি কেউ মনে করে এলাকায় বিজেপি কর্মীদের ফাঁসাবে তো ভুল করছে তারা।’ তৃণমূল নেতা সমরেশ ব্যানার্জী বলেন, ‘এসব ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল কর্মীরা এই ধরণের কাজ করে না। ওরা নিজেরাই বোমা রেখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook