আউশগ্রামে চাষের জমি থেকে ফের সকেট বোমা উদ্ধারে আতঙ্কিত কৃষকরা। আউশগ্রামের উক্তা বটতলা মাঠ থেকে উদ্ধার ৩ টি সকেট বোমা। উদ্ধার করে আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ এলাকাটিকে ঘিরে রেখে খবর দেয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে।
গত ১৫ জুন এই মাঠেই চাষ করতে গিয়ে বোমা ফেটে জখম হন রঞ্জন মেটে (৫৫) নামে এক কৃষক। পরের দিন ১৬ জুন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ আরও ৬ টি সকেট বোমা উদ্ধার করে। এছাড়াও গত ১০ মার্চ পার্শ্ববর্তী কল্যানপুর গ্রামেও চাষ করতে গিয়ে বোমা ফেটে জখম হন ফাইজউদ্দিন সেখ(১৮)নামে যুবক ও তার দাদু মজিদ সেখ। এরপর আজ ফের চাষের জমি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত চাষীরা।
চাষীদের অভিযোগ, এখন আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করতে হচ্ছে। তাই জমিতে লাঙ্গল দেওয়া, সার ছড়ানো থেকে আগাছা পরিষ্কার সবই করতে হচ্ছে।এইভাবে মাঠ থেকে বারবার বোমা পাওয়া যাওয়ায় এলাকার চাষীরা আতঙ্কে রয়েছেন। ট্রাক্টর দিয়ে জমি চষার সময় যেকোন মুহূর্তে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। চাষিদের দাবি, অবিলম্বে পুলিশ তদন্ত করে দেখুক কি করে বা কোথা থেকে এত বোমা আসছে? কারা আনছে?