.

বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল নির্বাচনী প্রচার করলেন আউশগ্রামে। এদিন তিনি আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম, বেরেণ্ডা, উক্তা অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন। মিছিলে পা মেলান আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউসগ্রাম-১ ব্লক সভাপতি শেখ সালেখ রহমান সহ অঞ্চল নেতৃত্বরা। এদিন মিছিল থেকে স্থানীয় মানুষদের নকুলদানা বিলি করা হয় পাশাপাশি তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে জানান অসিত মাল।

Like Us On Facebook