এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের কালনা গেট জামতলা এলাকায়। হাইড্রেন থেকে উদ্ধার হয় দেহ। দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রঞ্জিত ঘোষ (৫২)। বাড়ি লোকো গোলঘর ঘোষপাড়া এলাকায়। গতকাল সকালে দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন তিনি। রাতেও বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, পূর্ণাঙ্গ তদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হোক। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।

Like Us On Facebook