রেলের গার্ডের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ভেদিয়া এলাকায়। রবিবার সকালে ভেদিয়া স্টেশনের কাছে অজয় নদীর ব্রিজের ৩২ ফুঁকো এলাকা থেকে উদ্ধার হয় দেহ। উদ্ধার করে আউশগ্রাম থানার পুলিশ। মৃতের নাম দেবীপ্রসাদ গাঙ্গুলী (৫৭)। বাড়ি বীরভূমের নলহাটীতে।
পুলিশ ও রেল সূত্রে জানা গেছে, আজ সকালে রামপুরহাট-বর্ধমান স্টাফ স্পেশাল ট্রেনে তিনি কর্মরত ছিলেন। ট্রেন ভেদিয়া ঢোকার মুখে চালক গার্ডের সঙ্গে যোগাযোগ করতে চাইলে গার্ডের কোনো সাড়া পাওয়া মেলে নি। এরপরই ট্রেন ভেদিয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। নিছক দুর্ঘটনায় মৃত্যু না অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook