মণিপুরে জঙ্গী হামলায় শহীদ অসম রাইফেলসের জওয়ান শ্যামল দাসের দেহ সোমবার পানাগড়ের অর্জন সিং বিমান বন্দরে এসে পৌঁছায়। সোমবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে শহীদ জওয়ান শ্যামল দাসের দেহ আসে পানাগড় সেনা ছাউনিতে। পানাগড়ে জওয়ানরা শেষবারের জন্য শ্রদ্ধা জানান শহীদ শ্যামল দাসকে।

এদিকে সোমবার সকাল থেকেই পানাগড়ের অর্জন সিংহ বিমান বন্দরে তৎপরতা ছিল তুঙ্গে। পানাগড় সেনা ছাউনির সামনে জাতীয় সড়কের উপর রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ শ্যামল দাসকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ছিলেন। এরপরেই ভারতীয় সেনা বাহিনীর বিশেষ গাড়িতে শ্যামল দাসের দেহ তাঁর বাড়ি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল থেকে বিজেপি পূর্ব বর্ধমান জেলা সদর সহ-সভাপতি রমণ শর্মার নেতৃত্বে বিজেপি কর্মীরা জাতীয় পতাকা নিয়ে পানাগড়ের অর্জন সিংহ বিমান বন্দরের সামনে শহীদ শ্যামল দাসকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন। সব মিলিয়ে শোকস্তব্ধ মানুষের চোখের জলে ভারতমাতার বীর সন্তান ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে অসম রাইফেলসের জওয়ান মুর্শিদাবাদের বাসিন্দা শ্যামল দাস সন্ত্রাসবাদী হামলায় শহীদ হন। গতকাল তাঁর দেহ বায়ুসেনার বিশেষ বিমানে করে পানাগড় সেনা ছাউনি হয়ে মুর্শিদাবাদের বাড়িতে অন্তিম সংস্কার সম্পন্ন করার কথা ছিল। কিন্তু গতকাল খারাপ আবহাওয়ার জন্য তা হয়নি। তাই আবহাওয়া ঠিক হতেই সোমবার শহীদ শ্যামল দাসের দেহ পানগড় সেনা ছাউনিতে আনা হয়।

Like Us On Facebook