সোমবার বর্ধমান শহরের বংপুর হাজরামাঠ এলাকায় একটি আবাসনের ছাদ থেকে উদ্ধার হল ৫ টি লক্ষ্মীপেঁচা। এর মধ্যে একটি পূর্ণ বয়স্কা মা পেঁচা এবং ৪টি বাচ্চা। বর্ধমানের অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, এদিন সকালে ওই আবাসনের এক বাসিন্দা তাঁদের খবর দিলে তিনি ও তাঁর সঙ্গী রতনকে নিয়ে ওই ৫ টি পেঁচাকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানিয়েছেন, বর্তমানে চোরাচালানকারীদের জন্য এই লক্ষ্মীপেঁচা অবলুপ্ত হয়ে যাচ্ছে। এদের খাবার মূলত ইঁদুর, পোকামাকড় বা ছোট ছোট প্রাণী। তিনি জানিয়েছেন, ওই আবাসনের বাসিন্দা তাঁদের জানান, পেঁচার জন্য তাঁরা দুর্গন্ধে টিকতে পারছিলেন না। তাই এদিন তাঁদের খবর দিলে তাঁরা উদ্ধার করে নিয়ে আসেন পেঁচাগুলিকে। তিনি জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর পেঁচাগুলিকে ফের ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

Like Us On Facebook