গলসিতে রাস্তার ধারে পাওয়া গেল এক কিশোরীর পচা গলা মৃতদেহ। মৃতার নাম শাবানা খাতুন ওরফে পায়েল (১৭)। বাড়ি গলসি থানার শাঁকরাই গ্রামে। সে কিশোরকোণা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। পড়া শোনায় ভালো ছিল শাবানা।

স্থানীয় মানুষজনের অনুমান, গত ২৭ তারিখ থেকে নিখোঁজ শাবানাকে খুন করা হয়েছে। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শাবানার মুখ। দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। শনিবার বিকেলে খানা জংশন থেকে শাঁকরাই যাওয়ার পথে সাধারণ মানুষ তার মৃতদেহ দেখতে পায়। হিট্টে গ্রামের কাছে রাস্তার ধারে একটি বাবলা গাছের বাগানে পড়ে ছিল তার মৃতদেহ। মৃতদেহের পাশেই পড়েছিল তার সাইকেলটি। গত ২৭ তারিখ সকাল ১০ টা নাগাদ টিউসন পড়তে বেড়িয়ে নিঁখোজ হয় শাবানা। তারপর থানায় নিখোঁজ ডায়রি করে মৃতার বাবা সেখ ওয়াজেদ। তিনি পেশায় চাষী। এদিন বিকেলে গলসি থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে গলসি থানার পুলিশ।

Like Us On Facebook