আসানসোলের জামুরিয়া বোগড়াচটি শ্মশান সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম প্রেম পাশোয়ান (২৭)। বোগড়া নীচু ধাওড়া এলাকার বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন জামুরিয়া বোগড়াচটি শ্মশান সংলগ্ন জঙ্গলের পাশে প্রেম পাশোয়ানের দেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
উল্লেখ্য, কিছুদিন আগে বোগড়াচটি এলাকার এক ছাত্রী খুন হয়। মৃত যুবক ওই ছাত্রী খুনে অভিযুক্ত শিবা পাশোয়ানের দাদা। মৃত যুবকের পরিবারের অভিযোগ প্রেমকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook