যাত্রী প্রতীক্ষালয় থেকে এক অজ্ঞাত পরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়া এলাকায়। যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ খুব সকালে ক্ষেতিয়া গ্রামের বাস স্টপেজে যাত্রী প্রতিক্ষালয়ে এক যুবতীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। দেহের একাধিক জায়গায় কালসীটের দাগ ছিল বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রাই খবর দেয় দেওয়ানদিঘি থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়। রাতের অন্ধকারে অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ।
Like Us On Facebook