ভারতনাট্যমের ২৮ টি হস্তমুদ্রা ২১ সেকেন্ডে প্রদর্শন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলল দাঁইহাটের আট বছরের মেঘা সরকার। এত কম সময়ে এত বেশি নাচের মুদ্রা প্রদর্শন করার রেকর্ড করল এই ছোট্ট নৃত্যশিল্পী।

জানা গেছে, ছোট থেকেই নাচ ও আঁকার প্রতি বিশেষ উৎসাহ ছিল মেঘার। অল্প কয়েক বছরেই দুটি বিষয়েই পারদর্শী হয়ে উঠেছে দাঁইহাটের মেঘা। এর আগে বহু অনুষ্ঠানে অংশগ্রহণ করে শীর্ষস্থান দখল করেছে মেঘা।

গত চার মাস ধরে অনলাইনে শুরু হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নতুন সংস্করণে নাম তোলার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রেকর্ড গড়লো মেঘা। মাত্র ২১ সেকেন্ডে মেঘা (ভারতীয় নৃত্য) ভরতনাট্যমের ২৮ টি মুদ্রা প্রদর্শন করে নজীর সৃষ্টি করলো। এর আগের রেকর্ড ছিল ২৮ সেকেন্ডের। গত মাসের ৯ তারিখে শেষ পারফরম্যান্স পাঠায় মেঘা। এরপর ই-মেল মারফৎ তার রেকর্ডের কথা জানিয়ে দেয় সংস্থা এবং চলতি মাসের ২ তারিখে ক্যুরিয়ারের মাধ্যমে মেঘার বাড়িতে শংসাপত্র ও পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়। মেঘার রেকর্ডে খুশি এলাকাবাসী, খুশি পরিবার পরিজনেরা।

Like Us On Facebook