পাণ্ডবেশ্বর থানার বাঁকোলা কোলিয়ারির এক ইসিএল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বাঁকোলা এলাকায় বুধবার চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, মৃতের নাম রমা রাজভর (৫০)।
মঙ্গলবার রাতে নাইট শিফ্ট ডিউটি করতে বাড়ি থেকে বের হন ওই কর্মী। কিন্তু বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় কোলিয়ারির বালি বাঙ্কারের পাশে রাস্তার ধারে। জানা গেছে, রমা রাজভরের মাথায় আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে বাড়ির লোকজন ও সহকর্মীরা ছুটে গিয়ে রমা রাজভরকে খান্দরার উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। রমা রাজভরের অস্বাভাবিক মৃত্যু খুন নাকি দুর্ঘটনা পুলিশ সেই রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook