দমদমের পাতিপুকুরে রেল লাইনের ধার থেকে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ ওই দেহ থেকে কিছুটা দূরে একটি ব্যাগ পায় এবং জানতে পারে ওই যুবতীর নাম শামা পারভিন। বাড়ি আসানসোলে। এই রহস্যের কিনারা করতে আসানসোল উত্তর থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ জানতে পারে শামা পারভিন নামের ওই যুবতীর বাড়ি আসানসোলের মুৎসুদ্দি নগরে। সেখানে গিয়ে জানতে পারা যায় ওই যুবতীর মা এবং বোন আসানসোলের হামিদ নগর অঞ্চলে নতুন বসতি করে বসবাস করছেন। মৃতার মা হামিদা বানু বলেন, তাঁর বড় মেয়ে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া। ঈদে ঘরে ফিরলেও তার পর থেকে আর ঘরে ফেরে নি। তিনি আরও জানান ইতিপূর্বে একবার রায়পুরের জিআরপি-র কাছ থেকে উদ্ধার করে আনা হয়েছিল মেয়েকে।
Like Us On Facebook