শনিবার বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পিনাকেশ চক্রবর্তী (৫৪)। বাড়ি উত্তর ২৪ পরগণার বরানগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএসএনএল কর্মী পিনাকেশবাবু গত ১২ আগস্ট ওই হোটেলের ২২৪ নম্বর রুমে ওঠেন। তিনি অফিসের কাজে বর্ধমানে এসেছেন বলে হোটেলের রেজিস্টারে লিপিবদ্ধ করেন। শনিবার সকাল ৯ টা নাগাদ হোটেলের এক কর্মী পিনাকেশবাবুকে প্রাতরাশ দিতে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল মালিককে জানান। এর পর হোটেলের অন্যান্য কর্মীরা গিয়ে দরজা ধাক্কাধাক্কি করেও কোন উত্তর না মেলায় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে বাথরুম থেকে পিনাকেশবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।
Like Us On Facebook