পুলিশের উদ্যোগে রাজ্যে প্রথম ‘মিস্টার ওয়েষ্ট বেঙ্গল’ – দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং ফ্রেণ্ডস ইন নিড অ্যান্ড ডিড (ফিন্ড)-এর উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত হয় মিস্টার ওয়েষ্ট বেঙ্গল ন্যাচারাল ২০২২ এবং ফিট কপ চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতা।
বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানিয়েছেন, এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এছাড়াও বেঙ্গল পুলিশের সমস্ত জেলা থেকে আরও প্রায় ৫০জন পুলিশ কর্মী এই ফিট কপ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে এই ধরণের প্রতিযোগিতা প্রথম। এই প্রতিযোগিতার মূল বিষয়ই ছিল ন্যাচারাল বা স্বাভাবিকভাবে নিজেদের শরীর গঠন যাঁরা করেছেন তাঁদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা। ৪টি বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে যুব সমাজ নানান রকমের নেশায় আসক্ত হয়ে পড়ছে সেই জায়গা থেকে স্বাস্থ্যই সম্পদ এই বার্তা দিতে সচেতন করতেই কম্যুউনিটি পুলিশের অংশ হিসাবে এই ধরণের প্রতিযোগিতার আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।