অঙ্গদান সম্পর্কে সার্বিক সচেতনতা গড়ে তুলতে বুধবার বর্ধমান মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ র‍্যালির। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কৌস্তভ নায়েকের নেতৃত্বে এই র‍্যালিতে পা মেলান নার্সিং স্টাফ, সিনিয়র ও জুনিয়র ডাক্তারা।

ডা. কৌস্তভ নায়েক জানিয়েছেন, এখনও সাধারণ মানুষের মধ্যে মৃত্যুর পর অঙ্গদান সম্পর্কে সচেতনতা ততটা গড়ে ওঠেনি। কিন্তু অন্যান্য দেশে এটা অত্যন্ত জনপ্রিয়। ফলে সেখানে অঙ্গ পেতে কোন সমস্যা হয় না। তিনি জানিয়েছেন, সাধারণত কোন মানুষের মৃত্যুর পর তাঁর চোখ বা কর্ণিয়া, লিভার, কিডনি এবং স্কিন বা ত্বক ছাড়াও কোন কোন ক্ষেত্রে হাড়কেও নেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে বহু মানুষের উপকার হয়। এই অঙ্গদান যে আর একটা জীবনদান করতে পারে সে ব্যাপারে সচেতনতা আনতেই এই র‍্যালির আয়োজন।

এদিন ডা. নায়েক জানিয়েছেন,খুব শীঘ্রই বর্ধমান মেডিকেল কলেজ অরগ্যান রিট্রিভ্যাল বা অঙ্গ আহরণ কেন্দ্র হিসাবে গণ্য হতে চলেছে। এই কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তিনি জানিয়েছেন, এই সেন্টার হিসাবে বর্ধমান মেডিকেল কলেজ কাজ শুরু করতে চলায় এখান থেকে প্রয়োজনীয় অঙ্গ গ্রীণ করিডরের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাঁরা পাঠাতে পারবেন।

Like Us On Facebook