বাবা ক্যানসার আক্রান্ত। চিকিৎসায় রক্ত সঙ্কট নাড়া দিয়েছিল মনে। তাই সামাজিক আনন্দ অনুষ্ঠানের মাঝেও সমাজের প্রতি দায়বদ্ধতা ও সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে নিজের বিয়ের আসরকেই বেছে নেওয়া হল রক্তদান শিবির হিসাবে। অথিতিদেরও অনুরোধ করা হয় রক্তদান করতে। সেই অনুরোধে সাড়াও মেলে যথেষ্ট। বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় রক্তদান শিবিরের একই সারিতে রক্ত দেন পাত্র ও তাঁর পরিবার ও অতিথিরা। প্রায় ৩০ জন রক্তদাতা রক্ত দেন এই শিবিরে, যার সম্পূর্ণটাই তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে। গত ২৪ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা অয়ন চক্রবর্তী ও বর্ণালী চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে ভুড়িভোজের আয়োজনের পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
Like Us On Facebook