করোনা মোকাবিলায় চলছে লকডাউন, ফলে রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্ত সঙ্কট দেখা দিয়েছে। আর সেই সঙ্কট কাটাতে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছেন রাজ্যের পুলিশ কর্মীরা। প্রতিদিন রক্তদান করে প্রয়োজনীয় রক্তের জোগান দিয়ে চলেছেন পুলিশ কর্মীরা। শনিবার একই ভাবে অন্ডাল রেল স্টেশনের জিআরপি কর্মীরা স্থানীয় হাসপাতালে রক্ত সঙ্কট কাটাতে রক্তদান করতে এগিয়ে এলেন।
শনিবার অন্ডালের জিআরপি কর্মীরা করোনার আবহে স্বাস্থ্য বিধি মেনেই স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে ৩০ জন জিআরপি কর্মী রক্তদান করেন। অন্ডাল জিআরপি থানার ওসি চিন্তাহরণ সিনহা বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য বিধি মেনে রাজ্যের হাসপাতাল গুলিতে যাতে রক্ত সঙ্কট নিরসন হয়, তাই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের সমস্ত পুলিশ কর্মীরা রক্তদান করছেন। আজকের রক্তদান শিবিরের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’