.
করোনা আবহে রক্তের সংকট মেটাতে এবার উদ্যোগী হলেন পানাগড় রেল পাড়ের এবিসিডি আগমনী মহিলা দুর্গা পুজো কমিটির সদস্যরা। বৃহস্পতিবার তাঁরা পানাগড় বাজারের এবিসিডি ফুটবল ময়দানে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে এদিন ১৬ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। মহিলা দুর্গা পুজো কমিটির এক সদস্য বর্ণালী রায় জানিয়েছেন, করোনার জেরে রক্তের সংকট যাতে দেখা না দেয় তার জন্য পুজো কমিটির সদস্যরা উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। অতিমারীর সময়ে মানুষের পাশে দাঁড়াতে তাঁদের এই রক্তদান শিবির আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাপতি সমীর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী সহ বিশিষ্ট চিকিৎসক কেজি মন্ডল ও অন্যান্যরা।
Like Us On Facebook