সোমবার জামুরিয়া পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে পুলিশ কর্মীরাও রক্তদান করেন। পুলিশের এই রক্তদান শিবিরে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

jamuria-ps-blood-donation1