পূর্ব বর্ধমানে আউশগ্রামের পিচকুরির ঢাল এলাকায় রবিবার সন্ধ্যায় তৃণমূল অফিসে বিস্ফোরণে আহত হন চার দলীয় কর্মী। বিস্ফোরণের তীব্রতায় পাকা পার্টি অফিসটি ধ্বংসস্তুপে পরিণত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের গ্রামগুলিও কেঁপে ওঠে। জানা গেছে, ওই সময় পার্টি আফিসে চার জন কর্মী ছিলেন, তাঁরা সকলেই গুরুতর আহত হয়েছেন। অসমর্থিত সূত্রের খবর, এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, রবিবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook