বৃহস্পতিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ গ্রহণ করবেন বলে যখন রাষ্ট্রপতি ভবনের সামনে প্রস্তুতি চলছে জোর কদমে, তখন সাজো-সাজো রব গোটা বর্ধমান জুড়ে। শপথ গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেতুগ্রাম জুড়ে বিজেপির বিজয় মিছিল বের হওয়ার কথা ছিল। বিজয় মিছিলের প্রস্তুতিতে এদিন সকালে কেতুগ্রামের পান্ডুগ্রামের পূর্ব পাড়ায় বিজেপির পতাকা টাঙানোর সময় এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বিজয় মিছলের জন্য পাতাকা টাঙানোর কাজ করছিলেন বিজেপি কর্মী সুশীল মন্ডল(৫০)। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে সুশীল মন্ডলের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জেলা বিজেপির দাবি, এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান মেনে নিতে না পেরে একের পর এক হামলা চালাচ্ছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনার পিছনে ব্যক্তিগত কোন কারণ আছে বলে দাবি করা হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook